টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধ’র্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রে’প্তার করেছে র্যাব-১৪।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রে’প্তার করা হয়।
গ্রে’প্তার ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৩৫)। তিনি কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই তরুণীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শারীরিকভাবে নির্যাতন করতেন ইসমাইল। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বর্তমানে ভুক্তভোগী তরুণী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনার পরপরই ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।