কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় শাপলা তুলতে গিয়ে সাত বছর বয়সী মমিন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মমিন ওই এলাকার শামসুল হকের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, মমিন কয়েকজন সমবয়সী বন্ধুকে সঙ্গে নিয়ে নৌকায় শাপলা তুলতে যায়। নৌকার কিনারে দাঁড়িয়ে ফুল তুলতে গিয়েই হঠাৎ পা পিছলে সে পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই শিশুটির ছোট্ট শরীর তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করতে চেষ্টা করেন, কিন্তু আর জীবিত পাওয়া যায়নি।
মমিনের মা সংবাদ পেয়ে ছুটে এসে নিথর দেহ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “শাপলা আনতে গিয়ে আমার মমিন নিজেই শাপলা হয়ে পানিতে ভাসলো।” এই দৃশ্য দেখে উপস্থিত সবাই ফুঁপিয়ে কেঁদে ওঠে।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, “পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। গ্রামজুড়ে গভীর শোক নেমে এসেছে।”
ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যে মাঠে বিকেলে মমিন বন্ধুদের সঙ্গে খেলত, আজ তা নিস্তব্ধ; যে ঘর থেকে তার হাসির শব্দ ভেসে আসত, আজ সেখানে শুধু নীরবতা।