সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক করে জানিয়েছেন যে, কোন স্বার্থান্বেষী মহল তার স্বাক্ষর জাল করে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে।
রিজভী বলেন, “ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। দলের সকল নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।”
প্রকাশিত ভুয়া তালিকায় সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনসহ কয়েকটি জেলার সম্ভাব্য প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছিল। তালিকায় সিরাজগঞ্জ-১ আসনে কনকচাপা, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে রাহিদ মান্নান লেলিন, সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলিম এবং সিরাজগঞ্জ-৬ আসনে ড. এম এ মুহিতের নাম উল্লেখ ছিল।
রিজভী আরও বলেন, “এই ধরনের জাল প্রেস বিজ্ঞপ্তি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য প্রচার করা হচ্ছে। তাই কেউ বিভ্রান্ত হবেন না।”