আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ আসন (ধনবাড়ী-মধুপুর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর মধুপুরের আমলীতলা মাদ্রাসা ঈদগাঁ মাঠে এ মতবিনিময় সভা হয়। মধুপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী-মধুপুরের গণমানুষের নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।
মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক মো. নুরুল আলম মেম্বার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মেম্বারসহ আলোকদিয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় লেফটেন্যান্ট কর্নেল (অব.) আজাদ বলেন,“মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। রাস্তা-ঘাট সংস্কার, কর্মমুখী ও বাস্তবমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। সন্তানদেরকে কারিগরি শিক্ষায় দক্ষ করতে হবে, যাতে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভালো সুযোগে কাজ করতে পারে। ইংরেজি, ফরাসি, চায়নিজ, আরবি সহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন,“আমি এমপি হতে পারলে আমার নেতা তারেক রহমানের নির্দেশনায় ধনবাড়ী-মধুপুরে অন্তত ১০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব, যাতে আমাদের সন্তানরা নিজ এলাকায় থেকেই আধুনিক শিক্ষায় দক্ষ হতে পারে।”
মতবিনিময় সভায় বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী-পুরুষ, শিশু ও প্রবীণ জনগণ উপস্থিত ছিলেন।
















