টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় এসডিএস সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের অংশ ধসে পড়েছে।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রীজটি সদর উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের শহর ও গ্রামের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। হঠাৎ ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
পরিদর্শন শেষে তিনি বলেন,“এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। ব্রিজের ধসে পড়ায় জনদুর্ভোগ বেড়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য, যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির পশ্চিম অংশে ফাটল দেখা দিয়েছিল, কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন।