‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’— এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
সোমবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলকুড়ি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা। তারা শতাধিক প্রবীণ নাগরিককে ফুল দিয়ে বরণ করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,
“পরিবারে প্রবীণদের ভূমিকা অনন্য। আমরা তাদের হাত ধরেই পৃথিবীতে এসেছি। প্রবীণরা যেন অবহেলিত না হন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, সমাজসেবা উপপরিচালক মো. হুমায়ুন কবীর, প্রবীণ প্রতিনিধি সামিউল ইসলাম নান্টু ও সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবাকর্মী ও প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।