সিরাজগঞ্জের রায়গঞ্জে পশ্চিম লক্ষীকোলা গ্রামে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার বিকালে রায়গঞ্জ বাজার চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. জহুরুল ইসলাম মীর বুল্লু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার গভীর রাতে তার বসতবাড়িতে স্থানীয় ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে। এ সময় তারা ধারালো হাসুয়া ও রামদা নিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়, হাত-পা বেঁধে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। পরে তারা ঘরের ট্রাংকের তালা ভেঙে নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। টাকা না দেওয়ায় এ হামলা ও ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, এ ঘটনায় জহুরুল ইসলাম মীর বুল্লু রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা ঘটনাটির ন্যায়বিচার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, এই একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।