বিএনপি’র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টুকু নিজেই টাঙ্গাইল সদর থানায় এ জিডি করেন।
এ বিষয়ে সদর থানার ওসি তানভীর আহম্মেদ জানান, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদারের হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে টুকুর নাম ব্যবহার করে টাকা দাবি করা হয়। বিষয়টি টুকুর নজরে এলে তিনি লিখিতভাবে কঠোর ব্যবস্থা নিতে আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও থানায় জিডি করেছেন।
ওসি আরও বলেন, “বিদেশি নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, সুলতান সালাউদ্দিন টুকুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”
ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, গেল ২৮ তারিখে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার পরিচয়ে এক ব্যক্তি ভোররাতে তাঁকে ফোন করে টুকুর আত্মীয়কে ক্ষতি করার অভিযোগ তুলে টাকা দাবি করে। টাকা না দিলে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়ানো ও সংবাদ সম্মেলন করে হেনস্তার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি টুকুকে জানালে তিনি সাহস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করছি। আমার সুনাম ও জনগণের আস্থা নষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।”
উল্লেখ্য, এর আগেও টাঙ্গাইলে বেনামি চিঠিসহ নানা মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।