সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে স্থানীয় প্রবীণ নাগরিক সমাজ ও জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, সহ-যুগ্ম সদস্য সচিব মুসা হাসেমী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মাহিন সরকার জানান, “সকল ধর্মীয় বিভাজনকে পিছনে ফেলে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি সব সময় কাজ করে যাবে।” তিনি উপস্থিত সকলের দোয়া ও সমর্থন কামনা করে শান্তিপূর্ণ পূজা উদযাপনের আহ্বান জানান।