গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আব্দুল মালেক বাবু, শাহা আলম, উজ্জল ও আরও কয়েকজনের বিরুদ্ধে। এতে ইউনিয়নের কয়েক হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানিয়েছেন, কয়েকজন সদস্য সরকারি চাউল বিতরণের বিষয়ে চাঁদা দাবী করায় তিনি রাজী হননি।
এ নিয়ে তারা রোববার সকালে দেশীয় অস্ত্রসহ ইউপি কার্যালয়ে প্রবেশ করে চিল্লা-চিল্লি শুরু করে। চেয়ারম্যান না পেয়ে তারা হিসাব সহকারী নাজমুল হাসানের কাছ থেকে সকল চাবি ছিনিয়ে নিয়ে কার্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়।
অভিযোগ প্রমাণ করতে গিয়ে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তালা খোলার চেষ্টা করেছেন, তবে তা সম্ভব হয়নি।
অন্যদিকে ইউপি সদস্য আব্দুল মালেক বাবু, উজ্জল, শাহা আলম ও শাহিনুর দাবি করেছেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান সরকারি প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে তাদেরকে বঞ্চিত করে আসছেন।
চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, “আমি ইউনিয়নের সকল মানুষের প্রতিনিধি। আমি ইচ্ছা করলেই কোনো সদস্যকে আলাদা সুবিধা দিতে পারি না। তালা দেওয়ার কারণে অনেক মানুষ সেবা নিতে না পেয়ে ফেরত গেছে। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানিয়েছেন, লিখিত অভিযোগ এখনো পাননি। তবে দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করার ব্যবস্থা করা হবে।