সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাইছেন। সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড বা অডিও বক্তব্য ফাঁস হওয়া নিয়ে বিশ্লেষণ করতে গিয়েই তিনি এ মন্তব্য করেন।
রনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আওয়ামী লীগে শেখ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা না গেলে শেখ পরিবার আওয়ামী লীগ থেকে মাইনাস হয়ে যাবে।
রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ঘন ঘন বৈঠক করছেন। নেতাকর্মীদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন এবং প্রতিপক্ষকে আক্রমণের জন্য প্রতিশোধপরায়ণ হয়ে ওঠার আহ্বান জানাচ্ছেন, তা রীতিমতো আতঙ্কজনক।
তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে, বাইরের মানুষ তালি দিচ্ছে। এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে, লাখো মানুষ লাইক-কমেন্ট-শেয়ার দিচ্ছে। অথচ এই মানুষগুলো এক বছর আগেও আওয়ামী লীগের বিরোধী ছিল।
আমার দেশ পত্রিকা সম্প্রতি শেখ হাসিনার পুরনো ও সাম্প্রতিক অনেক কল রেকর্ড প্রকাশ করেছে, যেখানে তিনি নেতাকর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন।


















