ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি কিছু দলকে প্রাধান্য দিয়েছেন, অন্যদের উপেক্ষা করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিলপট্টিতে ইসলামী আন্দোলনের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ফয়জুল করিম বলেন, “ড. ইউনূস বড় শিক্ষিত, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন। দেশে কোনো ন্যায়বিচার নেই, বিচার বিভাগও নিরপেক্ষ থাকতে পারছে না। কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান ইসলামী আন্দোলনের ভোট নেই বলে মিথ্যা রিপোর্ট প্রকাশ করছে।”
তিনি আরও বলেন, “গত ৫৩ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বরং দুর্নীতি বেড়েছে। যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এখন মানুষ আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।”
দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হলে বৈষম্য দূর হবে, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য নিশ্চিত হবে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা বজায় থাকবে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন যেকোনো মূল্যে পিআর পদ্ধতিতে করার দাবি জানান।
সমাবেশে ফরিদপুর-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেলসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা বক্তব্য দেন।