সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটাল’ নামের বেসরকারি একটি হাসপাতালে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে বিস্কিটের প্যাকেটে করে মরদেহ গোপন করার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ও রোগীর স্বজনরা জানান, উপজেলার পৌর সদরের ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত পিস ল্যাব এ্যান্ড হসপিটালে গত বুধবার বিকেলে গর্ভবতী নারীকে সিজারের সময় হাসপাতালের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতককে বিস্কিটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রেখে স্বজনদের জানায় বাচ্চা গর্ভেই দুইদিন আগে মারা যাওয়ায় পঁচে গলে গেছে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এমন দাবি করলেও অপারেশনের আগে কোনরকম পরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশের ডাক্তার অনুপস্থিত ছিল, অপারেশনের পর নবজাতককে রাখার জায়গা না থাকায় এবং হাসপাতালে ১০টি বেডের অনুমতি থাকলেও ১৮ টি বেড স্থাপন করায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান হাসপাতালের নথিপত্র তলব করেন। এ সময় ফারুক নামের হাসপাতালের একজন শেয়ার হোল্ডারকে আটক করে নিয়ে যায়।