জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন মাস পর থানায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার চকারচর গ্রামের ওই ঘটনা ঘটে গত ১৭ জুন রাতে। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন নববধূ। রাতে বাড়ির সামনে স্বামী-স্ত্রী কথা বলার সময় একই গ্রামের চার যুবক কাবিননামা আছে কিনা জিজ্ঞেস করে স্বামীকে বেঁধে ফেলে এবং নববধূকে পাশের স্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় ঘটনাটি ভিডিও ধারণ করা হয়।
লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে ধর্ষণের ভিডিও পাঠিয়ে কুপ্রস্তাব দেওয়ায় ভুক্তভোগী তরুণী তার মাকে জানান। পরবর্তীতে তার মা বাদী হয়ে ২০ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— আলিম (২৭), রিপন (২৬), বিপ্লব (২৬) ও খলিল (২৫)। এর মধ্যে গাজীপুরের কোনাবাড়ী থেকে বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত বিপ্লবকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। থানার ওসি


















