নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রিফাতকে (১৩) একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের হাসপাতাল গেট এলাকায় ডিজিটাল ল্যাব নামক প্রতিষ্ঠানে রিফাতের হাতে এ উপহার তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা ই জামান সেলিম। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শিশু রিফাত উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার সেলিম বলেন, ‘তারেক রহমান সব সময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন। তার পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটিকে একটি হুইলচেয়ার উপহার হিসেবে দেওয়া হয়েছে। রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানোই বিএনপির দায়িত্ব। এদিকে হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত রিফাত ও তার পরিবার।
রিফাতের বাবা বলেন, ‘এই সহায়তা আমাদের সন্তানের জীবনে নতুন সম্ভাবনা ও চলার শক্তি যোগ করবে। এত দিন রিফাতের চলাফেরায় যে কষ্ট ছিল, এই হুইলচেয়ার তা অনেকটা লাঘব করবে। আমরা এই সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
















