সাংবাদিক মাসুম কামালের একটি ফেসবুক পোস্ট সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ওই পোস্টে তিনি নিজেকে গ্রেপ্তার করা হয়েছে—এমন গুজব এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।
মাসুম কামাল লিখেছেন, “আমার ঠিক থাকা না-থাকার প্রশ্ন উঠছে কারণ—ফেসবুকের একটা গুজব। যেখানে বলা হয়েছে মধ্যরাতে নাকি আমাকে গ্রেপ্তার করা হয়েছে! গুজবটার কিছু বাস্তব সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।”
তিনি আরও উল্লেখ করেন, “কথা বলার অপরাধে (?) সাংবাদিক পান্না কিংবা অধ্যাপক কাজিনকে তো এখনও জেলে থাকতে হচ্ছে!”
চলমান গুজব প্রসঙ্গে তিনি বলেন, “তারপরও এ ধরনের গুজব বা ঘটনাকে আমি পাত্তা দিই না। অজনপ্রিয় সরকার যেমন যেকোনো সময়ই অজুহাত তৈরি করতে পারে, তেমনি কিছু লোক থাকবেই যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে ভিউ ব্যবসা করতে চাইবে।”


















