দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন।
নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও প্রগতিশীল সংগঠনগুলোর প্যানেল ঘোষণার হিরিক পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ছাত্রদল প্যানেল থেকে ভিপি পদে লড়বেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হেসেন হৃদয়, জি এস পদে লড়বেন মো:শাফায়াত হোসেন এবং এ জি এস পদে লড়বেন আইয়ুবুর রহমান তৌফিক।
















