মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘DAWAH (Delivering Awareness With Al-Quran and Hope)’ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার ও বিভিন্ন প্রকাশনা বিতরণ কর্মসূচির দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ কর্মসূচি চলে। এ সময় শিক্ষার্থীদের মাঝে কুরআনের পাশাপাশি ছাত্রসংবাদ, কিশোর কণ্ঠ, মোরা বড় হতে চাইসহ বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধাপে অনলাইনে নিবন্ধিত শিক্ষার্থীরা, প্রথম ধাপে বুথ থেকে নিবন্ধিত শিক্ষার্থীরা এবং প্রথম ধাপে বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীরা উপহার গ্রহণের সুযোগ পান।
তবে যারা প্রথম পর্বে ইতোমধ্যে কুরআন গ্রহণ করেছেন, তাদের দ্বিতীয় ধাপে অংশ না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
আয়োজকরা আরও জানান, প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়েছিল।
একজন শিক্ষার্থী বলেন, “আল-কুরআন আল্লাহর বাণী। আমাদের সকলেরই এটি নিয়মিত বুঝে পড়া উচিত। শিবিরের এই উদ্যোগকে স্বাগত জানাই।”
















