টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩৭৫ (৩৩৫৭?) নং দাগ ও আশপাশের খালের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা জাকির তালুকদারের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, মরহুম আবুল কাশেমের ছেলে ও এডিশনাল ডিআইজি জাহাঙ্গীরের ভাগিনা, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাকির তালুকদার ওই খাস খতিয়ানভুক্ত জমি ও খালের উপর জোরপূর্বক ঘর-দরজা তৈরি করেছেন। স্থানীয় বাসিন্দা পারভেজ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে জাকির দীর্ঘদিন ধরে ভূমি দস্যুতা ও জবরদখল করে যাচ্ছেন এবং সদস্য হিসাবে থাকাকালীন বেসরকারি কৃষিভূমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি করার কার্যক্রম চালাচ্ছেন।
অন্য একজন স্থানীয় দোকানী টিটু দাবি করেন, গতকাল গয়হাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় সংলগ্ন খাস খতিয়ানভুক্ত খালের জায়গা ও মুক্তিযোদ্ধাদের জমির উপর ঘর নির্মাণ করা হয়েছে।
জাকির তালুকদার মুঠোফোনে ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, “জায়গার কাগজ আছে, বাবার নামে জায়গার সকল কাগজ এবং খাজনার রশিদ আছে।” তিনি নিজের কোনো রাজনৈতিক পদবী না থাকার কথাও জানিয়েছেন, তবে সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, বিষয়টির খবর গতকাল পেয়েছি; ঘর উত্তোলনকারী ও জমির দাবিদাররা কাগজপত্র নিয়ে এসেছিলেন। কাগজপত্র যাচাই-বাছাই করে আগামী ১০ দিনের মধ্যে পুরো জায়গাটি পরিমাপ করে সরকারি জায়গা হলে দখল মুক্ত করা ও কোনো অবৈধ স্থাপনা থাকলে ছাড়পত্র ছাড়াই পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি এবং সরকারি স্বার্থবিরোধী কোনো কাজ গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে বলে সূত্র সংগ্রহ করা গেছে।