রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে অ্যাম্বুলেন্সে করে বের হন তিনি।
গত ২৯ আগস্ট বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর অবস্থায় নুরকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে ঢামেকে ভর্তি করান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরদিন সকালে তার জ্ঞান ফেরে।
















