সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অভিযোগ করেছেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা সংক্রান্ত একটি বৈঠক পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
বাবর বলেন, “আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের দল থেকে একটি টিম গঠন করা হয়েছে। তার মধ্যে আমি, সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব ও মাহবুব সাহেব আছেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরকারের সঙ্গে আমাদের বিভিন্ন কনসার্ণ শেয়ার করেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “পার্শ্ববর্তী দেশে পতিত সরকার এস আলম গ্রুপের সঙ্গে বৈঠক করেছে। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল ও নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। এটি উদ্বেগের বিষয়। এছাড়া অবৈধ ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সে বিষয়েও আলোচনা হয়েছে।”
এএসআই নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন বাবর। তিনি বলেন, “সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এএসপি পদে। এবার সরাসরি এএসআই নিয়োগ হচ্ছে। এতে অনেক কনস্টেবলের প্রত্যাশা ভঙ্গ হচ্ছে। আমি বিভিন্ন উদ্যোগ দেখেছি, সে বিষয়েও আলোচনা হয়েছে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার যথাসাধ্য ভালো করার চেষ্টা করছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বাবর বলেন, “ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবেন। সবাই দোয়া করবেন।”
অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “স্যারের সঙ্গে আমার আগের পরিচয় আছে। আজকে মূলত একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। পারিবারিক ও নানা বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে হয়তো দু-একটা রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে, তবে বড় কোনো আলোচনা হয়নি।”


















