বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রুকনুজ্জামান সুজা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বেলতলায় দরিচন্দ্রবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট রুকনুজ্জামান সুজা। পাইস্কা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বদিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মঞ্জরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এবং মুশুদ্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মাস্টার।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষসহ সুজার সমর্থকরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্যে রুকনুজ্জামান সুজা বলেন, “বৃষ্টি উপেক্ষা করে আপনাদের উপস্থিতি ও ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের মূল শক্তি। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমি আপনাদের পাশে থাকতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা যদি পাশে থাকেন তবে আমি জনগণের একজন সেবক হয়ে কাজ করতে পারবো। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















