সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চাঁদ মেটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তাঁর বক্তব্যে বলেন, “চীন একসময় অনুন্নত রাষ্ট্র ছিল, কিন্তু আজ উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে তারা দেশকে উন্নত করেছে। আমাদের দেশও উন্নত হতে পারে যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করতে পারে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর হলেও দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি। যারা বারবার ক্ষমতায় এসেছে তারা যদি লুটপাট ও দুর্নীতির রাজনীতি না করত, তবে বাংলাদেশ আজ চীনের মতো উন্নত রাষ্ট্র হয়ে উঠত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ এবং বেলকুচি শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুকুরিয়া বেড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

















