ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাঁকে দেখতে যান নবনির্বাচিত ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান।
নুরুল হক নূর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন। বর্তমানে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার পর ডাকসু নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষা ও নেতৃত্ব বিষয়ে পরামর্শ বিনিময় করেন।


















