সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবে এক যুগেরও বেশি সময় ধরে কোনো নির্বাচন হয়নি। গঠনতন্ত্রবিহীন এ প্রেসক্লাবটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে।
অভিযোগ রয়েছে, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান স্বৈরাচার সরকারের মতো প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয়দের অভিযোগ, তিনি প্রেসক্লাবটিকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে একক আধিপত্য বিস্তার করছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের ব্রাইট হেলথ হাসপাতালের আন্ডারগ্রাউন্ড চেম্বারে এক সংবাদ সম্মেলনে বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শহিদুল ইসলাম সরকার এ অভিযোগ করেন।
তিনি বলেন, “মূলধারার সাংবাদিকদের জিম্মি করে রাখা হয়েছে। নতুন প্রজন্মের গণমাধ্যম কর্মীদের প্রেসক্লাবে সুযোগ দেওয়া হচ্ছে না। শুধু ক্ষমতার লোভে নামমাত্র কিছু রাজনৈতিক দলের কর্মীদের নতুন সাংবাদিক হিসেবে যুক্ত করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শহিদুল ইসলাম মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আগামী ৭ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের জোর দাবি জানান।