আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার দিয়াখালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার নিশ্চিন্তপুর আমেনা মসজিদ এলাকার সাহাজ উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৪০) ও আশুলিয়ার ধনাইট উত্তরপাড়া এলাকার মমিন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে হেলু (৪২)।
ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার দিয়াখালী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।