সিরাজগঞ্জের চৌহালীতে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, রিভার পুলিশ টাঙ্গাইল জোন ও আনসার বাহিনী।
অভিযানে বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া ও হাটাইল, উমারপুর ইউনিয়নের হাপানিয়া, পয়লা, দত্তকান্দিসহ আশপাশের চরে তল্লাশি চালিয়ে ৮৬টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং প্রায় ৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে বিধি অনুযায়ী জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।