স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনের প্রতি সচেতন থাকায় কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শনিবার সকালে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে। নির্বাচনের সময় অবৈধ অস্ত্র উদ্ধারের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বাংলাদেশের সীমান্ত সবসময় সুরক্ষিত রয়েছে। দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা কোনোভাবেই পরিস্থিতিকে অস্থিতিশীল হতে দেবে না।


















