প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর! গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর অবশেষে ভার্সন ১৮৬–এর মাধ্যমে সর্বাধুনিক “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইন উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য।
এই আপডেটে শুধু রঙ বা বিন্যাসই নয়, ব্যবহারযোগ্যতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় এসেছে এক বড় পরিবর্তন।
হোমে নতুন বিন্যাস
• আগে প্রিয় নম্বর (ফেভারিটস) ও সাম্প্রতিক কল (রিসেন্টস) ছিল আলাদা পৃষ্ঠায়, এবার একত্র করা হয়েছে নতুন হোম পেজে।
• উপরে থাকবে স্টার দেওয়া গুরুত্বপূর্ণ কন্টাক্ট, যা স্লাইডার আকারে ঘোরানো যাবে।
• নিচে থাকবে কল হিস্ট্রি, প্রতিটি কল থাকবে কার্ড আকারে—যা দেখতে আকর্ষণীয় ও খুঁজে পাওয়া সহজ।
নতুন নকশার কীপ্যাড
• আর নেই ভাসমান কল বাটন (FAB)।
• সরাসরি অ্যাপের ভেতরে থাকবে কীপ্যাড।
• নাম্বার লেখার প্যানেল হয়েছে আরও গোলাকার ও আধুনিক।
• ভয়েসমেইল অংশেও এসেছে হালকা পরিবর্তন।
কন্টাক্ট খোঁজায় সহজতা
• কন্টাক্ট ট্যাব বাদ দিয়ে আনা হয়েছে সার্চ ফিল্ডের ড্রয়ার মেনুতে।
• এখান থেকেই পাওয়া যাবে সেটিংস, কল হিস্ট্রি ডিলিট, সহায়তা ও প্রতিক্রিয়া।
ইনকামিং কল স্ক্রিনে নতুন ফিচার
• কল রিসিভ বা বাতিল করা যাবে দুটি উপায়ে:
১. আড়াআড়ি সোয়াইপ
২. এক ট্যাপেই গ্রহণ বা বাতিল
• চাইলে ব্যবহারকারী নিজের মতো করে সেট করতে পারবেন।
• ভুল করে কল কেটে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে।
কল চলাকালীন অভিজ্ঞতা
• কল স্ক্রিনের সব বাটন এখন ডিম্বাকার (পিল শেপ)।
• চাপ দিলে রূপ নেয় গোলাকার আয়তক্ষেত্রে।
• কল কেটে দেওয়ার বাটন বড় ও চোখে পড়ার মতো।
• তবে ডুয়াল সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা এখন কিছুটা কঠিন।
পুরো ইকোসিস্টেমে একীভূত নকশা
• শুধু ফোন অ্যাপ নয়, একই ডিজাইন আনা হয়েছে গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও।
• ফলে পুরো ইকোসিস্টেমে মিলবে অভিন্ন অভিজ্ঞতা।
ব্যবহারকারীর প্রতিক্রিয়া
• অনেকেই নতুন ডিজাইন, এক ট্যাপে কল রিসিভ এবং বাটনের আকারকে প্রশংসা করেছেন।
• তবে কন্টাক্ট ট্যাব বাদ দেওয়া এবং সবসময় ডার্ক থিম থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
গুগল ফোন অ্যাপের এই আপডেট শুধুই নকশার পরিবর্তন নয়; বরং ব্যবহারযোগ্যতা, দ্রুততা ও সুবিধার সমন্বয়ে এক নতুন অভিজ্ঞতা।
যারা এখনো আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপের ভার্সন ১৮৬ ডাউনলোড করে দেখতে পারেন নতুন ডিজাইন।