গাজীপুরে দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজধানী টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এম আর সজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. হাসান চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক জনতা প্রতিনিধি মো. আফতাব উদ্দিন, দৈনিক ঘোষণা’র স্টাফ রিপোর্টার শফিকুল বারিসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হানা হয়েছে। সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন—তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায়ের উপর হামলা, গণতন্ত্রকে রুদ্ধ করা।
তারা তুহিন হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিতকরণ, তার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ‘জার্নালিস্ট প্রটেকশন অ্যাক্ট’ প্রণয়নের জোর দাবি জানান। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।