আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি সেপ্টেম্বরের মধ্যেই নতুন ডিসি নিয়োগ চূড়ান্ত করা হবে। এ জন্য ফিটলিস্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সম্প্রতি আলোচিত প্রশাসক মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, এবার কোনো রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি থাকবে।
জানা গেছে, ২৫তম ও ২৭তম ব্যাচের অর্ধশতাধিক উপসচিবকে ফিটলিস্টে রাখা হয়েছে। পাশাপাশি ২৮তম ব্যাচের কর্মকর্তাদের সাক্ষাৎকারও চলছে। এর আগে ২০২৩ সালে ডিসি নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক, কর্মকর্তাদের অসন্তোষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তাই এবার সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস-উর রহমান বলেন,“ডিসি ফিটলিস্ট থেকেই নিয়োগ দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে, যাতে কোনো প্রশ্ন না ওঠে।”


















