নিজস্ব সংবাদদাতা :
না ফেরার দেশে চলে গেছেন সিনিয়র ক্যামেরা পার্সন তারেক বাবু। ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিনিয়র ক্যামেরা পার্সন তারেক বাবু।গতকাল বুধবার (৫ জুলাই) তিনি স্ট্রোক করলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৭ জুলাই) তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তারেক বাবু দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্যামেরা পার্সন হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, বন্ধুবৎসল ও নির্ভরতার প্রতীক।
তার মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা শোক জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।