নিজস্ব সংবাদদাতা :
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাষ্ট্রীয় আয়োজনে অংশ না নিয়ে কক্সবাজার সফরের পেছনে ‘অসম্পূর্ণ ঘোষণাপত্রের’ বিরুদ্ধে নীরব প্রতিবাদের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি জানান, ওই ঘোষণাপত্রে শহিদ, আহত ও নেতৃত্বদানকারী ব্যক্তিদের মতামত উপেক্ষা করা হয়েছে। “এমন একটি ঐতিহাসিক ঘোষণাপত্রে অভ্যুত্থানের চালিকাশক্তিদের অন্তর্ভুক্ত না করাটা শুধু রাজনৈতিক নয়, নৈতিক ব্যর্থতাও,”— এমন মন্তব্য করে তিনি জানান, এই বঞ্চনার প্রতিবাদ হিসেবেই তিনি আয়োজনে যোগ না দিয়ে কক্সবাজারে যান।
৫ আগস্ট কক্সবাজার সফর নিয়ে বিতর্ক ওঠে এনসিপির পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ‘গোপন বৈঠক’-এর অভিযোগ ওঠে, যদিও তা ‘গুজব’ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে এনসিপি ওই পাঁচ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। ২৪ ঘণ্টার মধ্যে জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসনাত বলেন, “আমাদের বিরুদ্ধে যে ভাষায় শোকজ পাঠানো হয়েছে, তা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে।”
‘গোয়েন্দা ও মিডিয়ার সম্মিলিত অপপ্রচার’
হাসনাত তার পোস্টে অভিযোগ করেন, কক্সবাজার যাত্রাপথে বিমানবন্দর থেকে তাদের প্রতিটি পদক্ষেপ গোপনে ধারণ করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দেয়। “এরপর কিছু মিডিয়া আমাদের নিয়ে অপরাধপ্রবণ ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে,”— বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, এই অপপ্রচারের অংশ হিসেবে তাসনিম জারাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী প্রচারণাও চালানো হয়। “একজন নারী হওয়ার কারণে তাকে যেভাবে স্লাটশেইমিংয়ের শিকার হতে হয়েছে, তা নিন্দনীয় এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক,”— বলেন তিনি।
হাসনাতের দাবি, দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। কিন্তু তার বদলে দলের শোকজে এমন ভাষা ব্যবহৃত হয়েছে, যা মিথ্যাচার ও ষড়যন্ত্র তত্ত্বকে উৎসাহিত করেছে।
তিনি বলেন, “আমি দলের কোনও গঠনতন্ত্র লঙ্ঘন করিনি। শোকজে কোনো সুনির্দিষ্ট ধারার উল্লেখ নেই। বরং অতি উৎসাহী হয়ে তা মিডিয়ায় ছড়ানো রাজনৈতিক প্রজ্ঞার অভাবের পরিচায়ক।”
সবশেষে তিনি লেখেন, “আমি এনসিপির প্রতি অঙ্গীকারবদ্ধ। পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমেই দলকে রাজনৈতিকভাবে আরও পরিণত হতে হবে।”

















