নিজস্ব সংবাদদাতা :
ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের সংগ্রামে কেউ চোখ রাঙালে রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই বিপ্লবের এক বছর পার হয়েছে। এক বছর আমরা শুধু কথা বলেছি, এখন সময় কাজের। টেকনাফ থেকে তেতুঁলিয়া, রূপসা থেকে পাথরিয়া—এনসিপির কোনো নেতাকর্মীর দিকে চোখ তুলে তাকালে আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি-ধমকিতে আমরা পিছু হটব না।”
তিনি বলেন, “আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব যে দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। এলাকায় এলাকায় আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কিন্তু এখন থেকে আর নয়—প্রতিটা অপচেষ্টার রাজনৈতিক জবাব দেওয়া হবে।”
আন্দোলনের অঙ্গীকার জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “ভয় পাবেন না। এনসিপির আন্দোলন কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন, ন্যায়ভিত্তিক ও মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।

















