নিজস্ব সংবাদদাতা :
অভিনয়ে আগের মতো আর ততটা ব্যস্ত নন অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে নিয়মিত একটি চাকরিতে যুক্ত রয়েছেন তিনি। সময় ও সুযোগ মিললে অভিনয়ে ফিরছেন বটে, তবে বেশি আলোচনায় আসেন সামাজিক নানা ইস্যু নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে।
সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে দেশের পরিস্থিতি নিয়ে নিজের গভীর হতাশার কথা জানান শবনম ফারিয়া। তিনি লিখেছেন,‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না।’
ছাত্র–জনতার অভ্যুত্থানের সময়ও শবনম ফারিয়া ছিলেন প্রতিবাদমুখর। এবার নিজের ক্ষোভের ভাষা আরও তীব্র করে বলেন,‘এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে “জুলাই সিডিআই” লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’
নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরে তিনি বলেন,‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, “ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?” অন্য পক্ষ বলে, “ফ্যাসিস্ট সরকারের দোসর!” ১৬ বছর কিছু বলেননি কেন।’
শবনম ফারিয়া আরও যুক্ত করেন,‘এই সবুজ পাসপোর্টে আবার কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’
এর আগেও, চলতি বছরের জুন মাসে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নৈরাজ্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।
তখন এক স্ট্যাটাসে লিখেছিলেন—
‘এই স্ট্যাটাসের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্ট্যাটাস দেওয়া বন্ধ করলাম! কারণ, ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কখনো ভালো হবো না। যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না! শিশু, কিশোর, বৃদ্ধ—যেই ক্ষমতা পাবে, সেই-ই তার অসৎ ব্যবহার করবে।’
শবনম ফারিয়ার এই লেখাগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।