শাহ আলম সরকার :
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশের বর্তমান সংবিধানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের প্রতিফলন ঘটেনি।
আজ রোববার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সংবিধান মুক্তিযুদ্ধের ভিত্তির উপর দাঁড়িয়ে গড়ে উঠলেও সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল, তা অনুপস্থিত। বরং এই সংবিধানে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হন, তিনিই সকল ক্ষমতার অধিকারী হন—এটা ১৯৭২ সাল থেকেই আমাদের অভিজ্ঞতা।”
জোনায়েদ সাকি আরও বলেন, “২০১১ সাল থেকে দেশের মানুষ কর্তৃত্ববাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে। আমরা আগেও বলেছি—শাসককে বিদায় করতে হবে। এবার শুধু শাসক নয়, শাসন ব্যবস্থাকেও বদলাতে হবে। আমাদের সংগ্রাম হবে ফ্যাসিস্টের সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থারও বিদায়ের জন্য।”
তিনি বলেন, “দেশের মুক্তি কেবল শাসক পরিবর্তনে নয়, বরং একটি গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্ভব।
গনসংহতি আন্দোলন টাঙ্গাইল সদরের আহবায়ক মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সংগঠন ফাতেমা রহমান বিথী ও আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ মারুফের মা মোরশেদা বেগম প্রমুখ।

















