নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) কে পাথর ছুড়ে হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
আজ শুক্রবার (১১ জুলাই) রাতে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়। তারা এ ঘটনাকে বর্বরতা ও আইন-শৃঙ্খলার চরম ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করে দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যার দৃশ্য স্পষ্ট, তবুও ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।”
এদিকে, হত্যার ঘটনায় ব্যক্তি গ্রেফতার হলেও ঘটনাকে বিএনপির সঙ্গে জড়িয়ে থাকা যুবদলের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তারা শুধু এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারই চান না, ভবিষ্যতে যেন কেউ এমন সহিংসতার শিকার না হয়—তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা দেখতে চান।


















