শাহ আলম সরকার :
ছায়ানীড়-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “শত বইয়ের ওয়েবসাইট উদ্বোধন ও প্রকাশনা সংবর্ধনা-২০২৫”।
শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সভাপতিত্ব করেন সাবেক সচিব ও ছায়ানীড়-এর উপদেষ্টা ড. মো. আখতারুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত ছায়ানীড় এর উপদেষ্টা প্রফেসর ড. মুহা. শাহজাহান মিয়া, আবুল কাশেম চৌধুরী, মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, ঢাকা সার্কেল-২; লেখক, গবেষক ও সুচিন্তক মো. আবু হাসান তালুকদার। লেখক, গবেষক ও সংগঠক শাহ সুফী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, সমাজসেবী ও শিক্ষানুরাগী রাশিদা জেসমিন রোজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর স্বাগত ভাষণ, শত বইয়ের ওয়েবসাইট উদ্বোধন ও প্রকাশনা সংবর্ধনা এবং বইয়ের মোড়ক উন্মোচন পর্ব অনুষ্ঠিত হয়।
প্রকাশিত গ্রন্থসমূহ:
• কবিতায় বন্দোবস্ত — শাহ সুফী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী
• নজরুল কাব্য বিদ্রোহী: শতবর্ষে অমলিন — আল রুহী
• শত বর্ষের সফল ব্যক্তি–টাঙ্গাইল — মো. লুৎফর রহমান
•
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছায়ানীড়-এর নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান এবং প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান।
অনুষ্ঠানের একপর্যায়ে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য ও শুভেচ্ছা বার্তা পরিবেশিত হয়। শেষে সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।