বাংলা ভয়েস ডেস্ক :
টেলিভিশন নাট্যপরিচালকদের বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সংস্কারের আদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী তিনদিনের মধ্যে করতে হবে ভোটার তালিকার সংস্কার।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফরিদ আহমেদ নামের একজনের দায়েরকৃত রিটের জবাবে এ রায় দেন আদালত।
ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি। আদালতের রায় অনুয়ায়ী, এ নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন করে সংস্কার করতে হবে।
জানা যায়, বর্তমান ভোটার তালিকায় রয়েছে ব্যাপক অসংগতি। এ তালিকায় ৯৪ জন ভোটারকে বাদ দিয়ে ৩৫ জন ভুয়া ভোটার সংযুক্ত করা হয়েছে। এমন অভিযোগ এনে আদালতে রিট করেন ফরিদ আহমেদ।
গত ৯ ফেব্রুয়ারি আদালতে রিট করার পাশাপাশি তথ্য মন্ত্রণাললের সচিব এবং ডিরেক্টরস গিল্ডের প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচন স্থগিত চেয়ে আবেদনও করেন ফরিদ। এর ভিত্তিতেই মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দায়েরকৃত রিটের জবাবে ভোটার তালিকা সংস্কারের রায় দেন আদালত।
নির্বাচন ও আদালতের রায় প্রসঙ্গে অভিনেতা ও নাট্যপরিচালক শহীদুজ্জামান সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা অনিয়মিত তাদের সংগঠন থেকে বাদ দেয়া হয়েছিল। যারা বাদ পড়েছেন তারাই রিট করেছেন।
সেলিম আরও বলেন, আমাদের কাছে নির্বাচন স্থগিত কিংবা আদালতের রায় সংক্রান্ত কোনো নির্দেশনা এখনো আসেনি। তাই নির্বাচন প্রচারণা চলছে। আমি যতদূর জানি, কয়েকদিন আগে একটি সংস্কার কমিশন করা হয়েছে। এখন নির্বাচন পরিচালনা এবং সংস্কার কমিটির দায়িত্ব বিষয়টি সমাধানের।
এ প্রসঙ্গে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া বলেন, গত ৩ ফেব্রুয়ারি একটি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় অনেকে আপত্তি জানিয়েছিলেন, তাই অনেকের নাম তালিকায় যুক্তও করা হয়েছিল।
তিনি আরও বলেন, ডিরেক্টরস গিল্ডের নির্বাচন সংক্রান্ত তফসিলের ঘোষণা অনুযায়ী কারও ভোটার তালিকা সংক্রান্ত কোনো ব্যাপারে আপত্তি থাকলে তা ৫ ফেব্রুয়ারির মধ্যে আপিল করতে বলা হয়েছিল। কিন্তু আদালতে যিনি রিট করেছেন তিনি আপত্তি জানান গত ৯ ফেব্রুয়ারি। এ অবস্থায় কিছু করার থাকে না।
নির্বাচন প্রসঙ্গে নরেশ ভুঁইয়া বলেন, আদালত থেকে এখনো কোনো চিঠি পাইনি আমরা। এ কারণে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখকে কেন্দ্র করেই আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি প্রার্থী অভিনেতা ও নাট্যপরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অন্য প্যানেলে সভাপতি প্রার্থী অভিনেতা ও পরিচালক সালাউদ্দিন লাভলু।


















