বাংলা ভয়েস ডেস্ক :
বইমেলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আলোচিত ইসলামিক স্কলার মুফতি হারুন ইজহার।
তিনি তার ফেসবুক পেজের একটি পেস্টে লিখেন, গতকাল সারাদিন দাওয়াতি ও অফিসিয়াল কাজে অফলাইনে ছিলাম, কয়েকটা ফোন আসলো, মনে করেছিলাম মাদরাসার পোলাপান বইমেলায় বুলডোজার নিয়ে গিয়েছিলো! একজন কমবয়সী উপদেষ্টার লেখা একজন পাঠালো, মনে করেছিলাম ‘মৌলবাদীরা’ স্টল জ্বালিয়ে দিয়েছিলো!
রাতে কিছুক্ষণ এবং ফজরের সময় আরেকটু অনলাইনে ঘাঁটাঘাঁটি করলাম। অবাক হলাম এতো ভারি ‘সুশীল’ প্রতিক্রিয়া দেখে। সামাজিকভাবে ইসলামী ভাবাপন্ন একটা সংখ্যাগরিষ্ট মুসলিম সমাজে একজন নিষিদ্ধ ইসলামবিদ্বেষী ও দেশদ্রোহী নাস্তিকের বিরুদ্ধে প্রতিক্রিয়াতে এমন কি জঙ্গিপনা হয়ে গেলো!
কিছু ইসলামপন্থী তরুণের স্ব-প্রণোদিত প্রতিক্রিয়ার একটা বিচ্ছিন্ন ঘটনাতে পুরো তাওহিদী জনতাকে টেনে এনে এভাবে ন্যাক্কারজনক মাতামাতি কোন সুস্থ মস্তিষ্কের আলামত নয়। ইসলামপন্থী ঐ তরুণদের উচিত ছিলো বাংলা একাডেমিতে গিয়ে আরো স্মার্টভাবে বিষয়টাকে সাহসের সাথে আঞ্জাম দেয়া। তরুণদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা আমাদের, আমাদের সাংগঠনিক ব্যর্থতা ছিলো।
যে বইমেলাকে মহান পবিত্রতা ও মর্যাদার আসনে নিয়ে একটা সাংস্কৃতিক পূজার মানসিকতা তৈরী হয়েছে, এটা বঙ্গীয় চেতনার অসুখ ছাড়া কিছু না। এর বুদ্ধিবৃত্তিক জোর কতটুকু এটা আমরা ভালোভাবেই জানি, আমরা কূপমণ্ডুক না।
হে মুনাফিক গোলাম সুশীল! এই মাটি, এই আকাশ, এই বাতাস তাওহিদী জনতার তোমরা যাদের ভয়ে সুশীল সেজেছো তারা একবিংশ শতকের পরাজিত শক্তি।