বাংলা ভয়েস ডেস্ক :
বইমেলায় ময়লা ফেলার ঝুড়ি বা ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই ডাস্টবিনে লাগানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রক্তখেকো’ ছবির অনুকৃতি।
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে মেট্রোরেলের একটি পিয়ারে আঁকা হয়েছে আন্দোলনে শত শত নিহতের রক্তের ছোপ শেখ হাসিনার মুখে-গায়ে ছিটিয়ে পড়ার বিষয়বস্তু নিয়ে একটি ছবি, যে পিয়ারটিকে ছাত্ররা ডাকছে ‘ঘৃণা স্তম্ভ’নামে। বইমেলার ডাস্টবিনে লাগানো হয়েছে সেই ছবির ফটোগ্রাফ থেকে করা পোস্টার।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি ) অমর একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মেলা ঘুরে দেখার সময় এই ডাস্টবিনে ‘ঘটা করে’প্রথম ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনের কয়েকটি ছবি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ।’
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।’