বাংলা ভয়েস ডেস্ক :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী ওরফে নাদেলের একটি ভিডিও বার্তা সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন।
ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসের মধ্যেই দেশে ফিরবেন। তবে কখন, কিভাবে ফিরবেন তার কিছুই বলেননি তিনি।
ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডর ভিডিওতে এমন দাবি করেছেন নাদেল।
ভিডিও বার্তায় নাদেল বলেন, ‘আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এবং এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ্ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন।
















