বাংলা ভয়েস ডেস্ক :
রূপালী পর্দার নবাব খ্যাত খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই।
গতকাল রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা মিশা সওদাগর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিশা সওদাগর লেখেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুন।
৮১ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর কুমার মিত্র। স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৬৯ সালে ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালী জগতে পদার্পণ করেন। এরপর ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে ‘রূপালী পর্দার নবাব’ হিসেবে খ্যাতি অর্জন করেন।
১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন প্রবীর মিত্র। তার স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে এবং ছোট ছেলে আকাশ ২০১২ সালে মারা যান।


















