নিজস্ব সংবাদদাতা :
সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর কাছে খোলা চিঠি লিখেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বরের) খোলা চিঠির বিষয়টি বাংলা ভয়েসকে নিশ্চিত করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি।
চিঠিতে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি লিখেছেন, নয়া মানুষ চলচ্চিত্র টিম এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। বহুদিন পর আপনার নির্মিত চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটা আপনার জন্য যেমন আনন্দের তেমনি চলচ্চিত্র কর্মীদের জন্যও আনন্দের।
একটি চলচ্চিত্র উক্ত নির্মাতার কাছে সন্তানের মত সেই চলচ্চিত্র যখন কোন কারণে আটকে যায় বা দর্শকদের কাছে পৌছানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয় তখন কি পরিমাণ মানসিক যন্ত্রণা তৈরি হয় তা আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ হওয়ার কারনে আপনি অনেক বেশি জানেন ও বোঝেন এছাড়াও দীর্ঘদিন আপনার সিনেমা শনিবার বিকেল বিভিন্ন জটিলতায় আটকে আছে। আমার মত যারা প্রথম চলচ্চিত্র নিয়ে লড়াই শুরু করে তখন আমরা চাই সাংস্কৃতিক জগতের সবাই আমাদের পাশে দাঁড়াক এবং আমি নির্মাণের শুরু থেকেই সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং আগামীতেও পাবো বলে আশা করি।
নয়া মানুষ গত ০৬ ডিসেম্বর ২০২৪ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, মুক্তি দেয়ার আগে বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী পরবর্তী ২ সপ্তাহে সম্ভাব্য মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্রের তালিকা দেখে আমরা প্ল্যান করি। কিন্তু হঠাৎ করে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম এর বাহিরে আপনার চলচ্চিত্র মুক্তি পাওয়ায় সিনেপ্লেক্সগুলো থেকে নয়া মানুষ নেমে যায়।
আপনার মত আন্তর্জাতিক ও গুনী নির্মাতার চলচ্চিত্র আসলে আমাদের মত স্বাধীন চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্র সিনেপ্লেক্স চালাবে না এটাই স্বাভাবিক। আমরা যদি আগে থেকে বিষয়টি জানতাম তাহলে হয়তো সিনেমাটা মুক্তি দিতাম না অথবা বিকল্প পরিকল্পনা করতাম। নয়া মানুষ ৬ তারিখ মুক্তি দেয়ার আগে আমরা ডেট পেছাতে চাই কিন্তু ২ টির বেশি সিনেমা রিলিজ দেয়া যাবে না এই নিয়মের বেড়াজালে তা সম্ভব হয় নাই। কিন্তু পরের সপ্তাহে যখন ৩ টি সিনেমা মুক্তি পায় যা আমাদের হতাশ করে। যদি নিয়মই থাকে তাহলে আমরা বা দীর্ঘদিন যারা কাজ করেন তারা কেন জানেনা?আমি প্রযোজক সমিতিতে যোগাযোগ করি কিভাবে ২ টি সিনেমার বাহিরে আরও একটা সিনেমা মুক্তি পায় জানতে চাই কিন্তু তারা জানান এটা প্রযোজক সমিতির বিষয় তবে ২টির বেশি চলচ্চিত্র মুক্তি দেয়ার নিয়ম নাই বলে তারা স্বীকার করে।
সপ্তাহে ২টির অধিক চলচ্চিত্র মুক্তি পাক হলভর্তি দর্শকেরা সিনেমা উপভোগ করুক এটা চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা কিন্তু অপ্রত্যাশিত ভাবে কোন চলচ্চিত্র হঠাৎ প্রচলিত নিয়মের বাহিরে মুক্তি পাওয়ায় আমার মত একজন নতুন নির্মাতার স্বপ্নের চলচ্চিত্র যদি দর্শক উপভোগ করার সুযোগ না পায় তখন আমাদের মানসিক অবস্থা কতটা খারাপ হয় তা আপনি জানেন।
এতদিন আপনি একজন স্বনামধন্য নির্মাতা ছিলেন বর্তমানে আপনি সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন যা সকল নির্মাতাদের জন্য গর্বের ও আনন্দের।সকলের স্বার্থ সংরক্ষণ করা ও বর্তমান বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতে আপনার বলিষ্ঠ ভূমিকা আমাদের সবার প্রত্যাশা। যে কোন অনিয়ম এর বিরুদ্ধে আপনি সবসময়ই প্রতিবাদ করেছেন তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রচারে আপনি উদ্যোগী হয়েছেন।
অতএব আপনার কাছে বিনীত অনুরোধ নয়া মানুষ তথা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র দেশ ও দেশের বাহিরে পৌঁছে দেয়ার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নয়া মানুষ এর মত আর কোন চলচ্চিত্র যেন এরকম বঞ্চনার স্বীকার না হয়।


















