বাংলা ভয়েস ডেস্ক :
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো বিপুলসংখ্যক প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক প্ল্যাকার্ডসহ গ্রেপ্তার হওয়া ১০ জন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে এক প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
টুডের প্রতিবেদন আরো বলছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা হচ্ছে উল্লেখ করে তার নিন্দা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই তাঁর ছবি সম্বলিত প্ল্যাকার্ডসহ গ্রেপ্তার করা হয়েছে সমর্থকদের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করে বলে, তাঁর জয় উদযাপন করতে চেয়েছিলেন সমর্থকেরা। ইন্ডিয়া টুডে দাবি করছে, ট্রাম্পের ওই সমর্থকেরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তারা সাধারণ জনতা। কিন্তু তাদের মিছিল করতে দেওয়া হয়নি।


















