শাহ আলম সরকার :
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল নীহারিকা হায়দার সাথী।
শুক্রবার ( ৪ অক্টোবর) রাত আনুমানিক ১০ টার দিকে কুড়িল পেট্রোলপাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
রং সাইড থেকে একটি মোটরসাইকেল অভিনেত্রীর প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ছোট পর্দার অভিনেত্রী ও মডেল নীহারিকা হায়দার সাথীর মাথায় আঘাত লাগে। মাথায় আঘাত লাগার কারণে সাথী অজ্ঞান হয়ে পড়েন।
এ বিষয় জানতে চাইলে ছোট পর্দার অভিনেত্রী ও মডেল নীহারিকা হায়দার সাথী বাংলা ভয়েসকে জানান, গত (৪ অক্টোবর) রাত আনুমানিক ১০ টার দিকে কুড়িল পেট্রোলপাম্পের দিকে যাচ্ছিলাম ঢালি থেকে। রং সাইড থেকে একটা বাইক ও কার চলে এসে মুখোমুখি ধাক্কা মারে। আমি মাথায় আঘাত পাই।সেন্সলেস হয়ে যাই।
ওখানের লোকজন আমাকে কুর্মিটোলা হাসপাতাল নেয়। ৪ ঘন্টা পর আমার সেন্স আসে। তখন আমার একজন বন্ধু সাইফুল ছিল। সে জানায় পুলিশও ছিল।পুলিশ একটা মামলানিজারা করেছে ভাটারা থানায়। আমার চোখের উপরে ১৪ টা সেলাই। চোখের নিচে ৪ টা। মেরুদন্ডে ও বুকের রাউন্ড চাপ লাগে তাই নড়াচঢড়া করতে পারিনা। কাদের এবং ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ডান গালের মাংস উঠে গর্ত হয়ে গেছে। ডান চোখে রক্ত জমাট। এখন ঝাপসা দেখি।
বর্তমান বরিশাল শেরে বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই অভিনেত্রী ও মডেল।
তিনি ঢাকা সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আলি হায়দার বাবুলর মেয়ে। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে তিনি ৩ নাম্বার।
ছোট পর্দার অভিনেত্রী ও মডেল নীহারিকা হায়দার সাথী পাশাপাশি এল.এল.বি করছেন।


















