বাংলা ভয়েস ডেস্ক :
আপত্তিকর আচরণের দায়ে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শাস্তি দিয়েছে ফিফা। দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বিশ্বজয়ীকে। ফিফার শাস্তি মেনে নিয়ে আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তারকা ফুটবলার। তার দাবি, কাউকে অসম্মান করার উদ্দেশ্যে এমন আচরণ করেননি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে ক্ষমা প্রার্থনা করেছেন মার্টিনেজ। লিখেছেন, ‘ফিফার নিষেধাজ্ঞা মেনে নিয়েছি। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমাপ্রার্থী। উদযাপনটি অনেক বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, কাউকে অসম্মান করার জন্য নয়।
নিষেধাজ্ঞার কারণে ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না ৩২ বর্ষী গোলরক্ষক। গোলপোস্টের দায়িত্বে না থাকলেও সতীর্থদের সমর্থন জানানোর কথা লিখেছেন এমি, ‘ফিফার আসন্ন সূচিতে আমার সতীর্থদের সমর্থন করব, সেখানে থাকতে না পারার যন্ত্রণা সত্ত্বেও।