মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা:
যশোরের শার্শায় পাচারকালে ভারতীয় ৬০ বোতল ফেন্সিডিলসহ আব্দুস সালাম (৩৭) ও মোছাঃ সোহানা আক্তার সুমি (২৯) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর সদস্যরা।
আজ বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১২ টার সময় তাদের দুইজন’কে আটক করা হয়।
আটক আসামীরা হলো, শার্শা থানার অগ্রভুলট (উত্তরপাড়া) গ্রামের মোনতাজ সরদারের ছেলে আব্দুস সালাম (৩৭) ও একুই গ্রামের মনিরুল হকের স্ত্রী সোহানা আক্তার সুমি (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন মাকলার বিল সংলগ্ন টেংরা চৌ রাস্তার মোড় একটি ইজিবাইকে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ওই জনকে আটক করা হয়। এসয়ম পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ হামিদুর রহমান জানান, আটককৃত আসামীদের শার্শা থানার মাধ্যমে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে, এবং আব্দুস সালামের নামে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।