বেনাপোল (শার্শা) সংবাদদাতা:
যশোরের শার্শায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন মন্টু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় জুবায়ের আহমেদ চঞ্চল নামে অপর এক মাদক কারবারি একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত দশটা ৪৫ মিনিটের সময় শার্শা থানাথীন বাগুড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী জাকির হোসেন মন্টু শার্শা থানাথীন রাড়ীপুকুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ও পালাতক আসামী জোবায়ের আহমেদ চঞ্চল একুই গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বাবলুর ছেলে।
ডিবির অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রইচ আহমেদ’সহ ডিবি পুলিশের একটি চৌকশ টিম শার্শা থানাথীন বাগুড়ী বাগআঁচড়া বাজারস্থ বাবলু চেয়ারম্যান এর মার্কেটের মনিরুলের চাউলের দোকানের সামনে নাভারণ টু সাতক্ষীরা গামী মহাসড়কের উপর হইতে জাকির হোসেন মন্টুকে গ্রেপ্তার করেন। এবং অপর আসামী জোবায়ের আহমেদ চঞ্চল একটি এ্যাপাসি লাল রংয়ের মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়।
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে, এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।