মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের দায়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বিএনপি থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারের বিষয়টি পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।
শনিবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন,
কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
শুক্রবার স্বাক্ষরিত পত্রে যুগ্ম মহাসচিব উল্লেখ করেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা
পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত বিএনপি নেতারা হলেন- রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। তিনি আবারও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রৌমারী উপজেলা মহিলা দলের সহসভাপতি তাজমিন নাহার শাপলা। তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে চেয়ারম্যান প্রার্থী। এবং রৌমারী উপজেলা বিএনপির সদস্য সেকেন্দার আলী চাঙ্গা। তিনি চলতি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানপ্রার্থী।
আজ শনিবার এ বহিষ্কার আদেশ কুড়িগ্রাম পৌঁছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
















